বান্দরের বান্দরামি
মাহমুদুল হক ফয়েজ
বান্দরে বান্দরামি করে না ; বান্দরামি করে ম্যাইনষে
সময়টা ছিল ঠিক দুপুর। লোকটা হেঁটে যাচ্ছিল। চওড়া কাঁচা রাস্তার মাঝ বরাবর সোজা পুর্বদিকে। কাঁধে ঝোলা। ঠিক ঝোলা নয়, বাঁশের টুকরির মতো ঝুড়ি। টুকরির দু পাশ চিপে খাঁচার মতো করে মুখ বেঁধে লম্বা একটি বাঁশের লাঠিতে ঝুলিয়ে নিয়েছে সে ঝুড়ি। একটি ছাতাও আছে সাথে। বন্ধ করে লাঠির সাথে বাঁধা।