Scrollwhite

মাহমুদুল হক ফয়েজ My name is Mahmudul Huq Foez, I am a journalist, leaving in a small town, named Noakhali , which is situated in coastalzila of Bangladesh

হোমপেইজ | আর্টিকেল | ছোটগল্প | ফিচার | মুক্তিযুদ্ধ | বনৌষধি | সুস্বাস্থ্য | কবিতা | যোগাযোগ

নয়ন তারা








নয়ন তারা
Noyan Tara

মাহমুদুল হক ফয়েজ

উদ্ভিদের নাম : নয়নতারা Noyan Tara
স্থানীয় নাম :নয়নতারা, গুলফেরিংঘী, কটকতারা
ভেষজ নাম : Catharanthus roseus G.Don,
ফ্যামিলী: Apocynaceae.
ব্যবহার্য অংশ : মূল সমেত সমগ্র গাছ

রোপনের সময় : এটি সাধারনতঃ বর্ষজীবী, তবে অনেক বছর বেঁচে থাকতেও দেখা যায়।
উত্তোলনের সময় : সারা বছরই ফুল ফোটে। ফলও সারা বছর ধরে হয় এবং পাকে।
আবাদী/অনাবাদী/বনজ : অনেকেই বাগানের বেড়া হিসেবে এর গাছ রোপন করেন।
চাষের ধরণ : এটি সাধারনতঃ বাগানে জন্মে এবং বীজ অথবা কাটিং থেকে গাছ তৈরী করা যায়, মাঝে মাঝে গাছ কেটে না রাখলে ডাল শক্ত হয়ে যায়, ভাল ফুল ফোটে না এবং তাড়াতাড়ি মরে যায়।

উদ্ভিদের ধরণ: সাধারনতঃ ২/৩ ফুট লম্বা হয়। পত্র বিপরীত, মসৃণ, আয়তাকার, অনেকটা ডিম্বাকৃতি। এটি একটি বিষাক্ত গাছ।

পরিচিতি: নয়নতারা ভেষজটি উপমহাদেশের সমতলভূমির প্রায় সর্বত্র পাওয়া যায়। পাঁচটি পাপড়ি বিশিষ্ট এবং তিন প্রকার রঙ্গের দেখা যায়। একটি গোলাপী, হালকা গোলাপী, অন্যটি সাদা । ফল দেখতে অনেকটাই সর্ষের শুঁটির মত, বেঁটে, একটু মোটা এবং বেলুনাকার। শুঁটিতে অনেক বীজ থাকে। নয়ন তারা গাছে ভাইরাসঘটিত রোগও হয়ে থাকে। প্রথমে সাবধানতা অবলম্বন না করলে পর পর গাছগুলি আক্রান্ত হয়ে মারা যায়। সমগ্র গাছটি তিক্ত স্বাদের জন্য সাধারনতঃ গরু-ছাগলে খায় না। তবে গরু যে একেবারে খায় না, তা নয়। কোথাও কোথাও গরু কমবেশী এই গাছটি খায়। গাছটি কিন্তু গরু-ছাগলের পক্ষে বিষাক্ত। বেশী খেলেই বিপদ। বর্তমানে নয়নতারাকে নিয়ে দেশে-বিদেশে ব্যাপক গবেষণা চলছে।



ঔষধি গুনাগুন : ঔষধার্থে ব্যবহার্য অংশঃ- পত্র, গাছ ও মূল।


১। ক্রিমি রোগেঃ- নয়নতারার সমগ্র গাছ সিদ্ধ করে সেই ক্কাথটা যোগগুলির সর্বশেষে লিখিত ব্যবহার বিধি অনুযায়ী ৫/৬দিন সেবন করলে ক্রিমির উপদ্রবটা কমে গিয়ে অন্যান্য উপসর্গগুলিও উল্লেখ্যযোগ্য ভাবে কমতে থাকবে। তাপর আরও ৮/১০দিন ঐ ভাবে খেলে এর হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে।
২। মেধাহ্রাসেঃ-কথাটা সরল হলেও সহজবোধ্য নয়, চলতি কথায় যদি বলা যায় “ব্রেনটনিক” খাওয়া দরকার কারন, এ প্রায়ই ভুলে যায়, সামান্য চিন্তাতেই মাথা ধরে, ঝিমিয়ে পড়ে, এমনি ধরনের কিন্তু মেধার তো একটা কাজ নয়, এর কাজ অনন্তও নয়, মাত্র তিনটি, গ্রহণ শক্তি, ধারন শক্তি এবং সঞ্চালন শক্তি। এ তিনটি শক্তিই তো এককালে সবার থাকতে পারে না।
যেক্ষেত্রে দেখা যায় মেধার গ্রহণ শক্তি ও সঞ্চালন শক্তি ঠিক আছে, কিন্তু ধারন শক্তি ক্রমশ কমছে, সেক্ষেত্রে খুব দ্রুত ফল পাওয়া যায় এই নয়নতারা ভেষজটি ব্যবহার করলে। মাসখানেক নিয়মিত খাওয়া দরকার।
৩। লিউকেমিয়া (Leukemia) রোগেঃ- এটি একটি অসাধ্যের পর্যায়ভূক্ত রোগ। আয়ুর্বেদের চিন্তাধারায় এটি রক্তবহ স্রোতের ব্যাধি। এই ক্ষেত্রে নয়নতারা ভেষজটির ব্যবহার রোগটিকে প্রতিহত করতে সাহায্য করে।
৪। মধুমেহ (Diabetes Mellitus) রোগেঃ-রক্তপরীক্ষায় দেখা যায় রক্তে চিনির (Sugar) এর ভাগ বেশী থাকে। এই ক্ষেত্রে নয়নতারা ভেষজটির ক্কাথ খেলে রক্তে চিনির পরিমান দ্রুত কমতে থাকে। ৮/১০ দিন ব্যবহারের পর পুনরায় রক্ত পরীক্ষা করিয়ে নিয়ে তাপর অবস্থা বিচার করে এটিকে ব্যবহার করা দরকার। ঐ সঙ্গে ঘন ঘন প্রস্রাব হওয়া এবং অন্যান্য উপসর্গগুলিও ধীরে ধীরে কমে যায়।
৫। রক্ত প্রদরেঃ- প্রতিমাসের ঋতু বিকাশের দিন এবং অবস্থান যখন অনিয়মিত হয় এবং ঋতুস্রুতির দিন সংখ্যাও বাড়তে থাকে, অথবা যাঁদের মাসে একাধিকবার মাসিক হয়, স্রাবটাও বেশী নির্গত হয়, অথচ বিশেষ কোন শারীরিক কারন খুঁজে পাওয়া যায় না, শরীরে অন্যান্য কোন অসুবিধা থাকে না, আহার-নিদ্রা-স্বাস্থ্য স্বাভাবিক এই যে, ক্ষেত্র, এখানে নয়নতারার ব্যবহার মাসখানিক করার পর আরও একমাস ঔষধ বন্ধ করে অবস্থাটা লক্ষ্য রাখতে হয়। প্রয়োজন না হলে আর খাওয়ার দরকার নেই, উপকার না পেলে চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে ব্যবহার করা উচিত নয়।
৬। রক্তচাপ বৃদ্ধিতে (Hypertension/High Blood Pressure) নয়নতারার ক্কাথ সেবনে রক্তের চাপ হ্রাস পায়। ৮/১০ দিন ব্যবহারের পর রক্তচাপ মেপে দেখা উচিত। রক্তচাপের হ্রাসের অবস্থা অনুযায়ী ভেষজটির ব্যবহারের সময় ও মাত্রা ঠিক করা দরকার। আর সেজন্য কোন চিকিৎসকের পরামর্শ গ্রহণ বিধেয়।
বাহ্য ব্যবহারঃ-
৭। সন্ধিবাতঃ- গাঁটে গাঁটে যন্ত্রনা, তাতে ফোলা বা প্রদাহ কিছুই নাই, এই যে ক্ষেত্র, এক্ষেত্রে কাঁচা বা শুকনো নয়নতারার (সমগ্র গাছ) ক্কাথ তিল তেলের সঙ্গে পাক করে ব্যবহার করলে যন্ত্রনার উপশম হয়। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া তেলটি তৈরী না করাই ভাল।
৮। বোলতা প্রভৃতির হুলের জ্বালায়/কীট দংশনেঃ- বোলতা, ভীমরুল, মৌমাছি, ভোমরা, পিঁপড়ে, কাঠপিঁপড়ে প্রভৃতির হুলের জ্বালায় ও কামড়ে যন্ত্রনার হাত থেকে আশু উপকার পেতে হলে নয়নতারার পাতা থেঁতো করে সেই রসটা লাগাতে হবে। পাতার বাটা লাগালেও চলবে।
বিশেষ সতর্কতাঃ-উপরিউক্ত যোগগুলি ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা সমীচীন।
ব্যবহার বিধিঃ- মূল সমেত সমগ্র গাছ শুকনো ১ গ্রাম, কাঁচা হলে ২ গ্রাম মাত্রায় নিয়ে থেঁতো করে আন্দাজ এক কাপ জলে সিদ্ধ করে সিকি কাপ থাকতে নামিয়ে, ছেঁকে, কিছু খাওয়ার পর সেটিকে সকালে ও বৈকালে দু’বারে খেতে হবে।

সূত্রঃ-
চিরঞ্জীব বনৌষধী
আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য
৯ম-খন্ড, পৃষ্ঠা-১৭


মাহমুদুল হক ফয়েজ
মুঠোফোনঃ ০১৭১১২২৩৩৯৯
e-mail:- mhfoez@gmail.com

No comments:

Post a Comment

About Me

My photo
Mahmudul Huq Foez Free-lance journalist, Researcher.