দ্বিধা
মাহ্মুদুল হক ফয়েজ
আমি কার শরীর ছুঁই বল, লাল ফুলে
সযত্নে বাঁধা কাজলা রঙের খোঁপা,
নাকি বাগানে ফুটে থাকা লাল কলাবতী,
আমি কারে ছেড়ে কারে ছুঁই বল ।
থেকে থেকে উড়ে আসে নীল প্রজাপতি
শরীরে শরীর রাখে, কে কার নেবে রং ?
আমার দ্বিধা জাগে প্রেম কারে দেই
আজন্ম যারে হৃদয়ে রেখেছি তুলে।
সমস্ত কিছু পড়ে থাক পাশে
সযত্নে হাতে তুলি লাল কলাবতী
তার ঠোঁটে ঠোঁট রেখে পরাব খোঁপায়
এই ভাবে ধরে রাখি সুখ ভালোবাসা ।।
No comments:
Post a Comment