গাঁও গেরামের খেলা
মাহ্মুদুল হক ফয়েজ
বাংলার গাঁও গে্রামে একদিন হতো নানান রকম গ্রামীণ খেলাধূলা। নানা উৎসব আনন্দের পাশাপাশি সারা বছরই চলতো ঋতুনির্ভর খেলা। হাডুডু, সাঁতার, গোল্লাছুট, লাঠিখেলা, কুস্তি, প্রভৃতি ছিল নিত্যনৈমেত্তিক খেলা। এখন গ্রামের সে চির পরিচিত পরিবেশ যেন পাল্টে যাচ্ছে। আধুনিকতার ছোঁয়ায় সে সব খেলা ধীরে ধীরে হারিয়ে যাছে। মিডিয়ার কল্যানে ক্রিকেট স্থান করে নিচ্ছে সেখানে।
গ্রামে ধান কাটা হয়ে গেলে খোলা মাঠে যেখানে হতো হাডুডু আর গোল্লাছুট, সেখানে এখন জমজমাট ক্রিকেট খেলার আসর চলে। ছক্কা, বাউন্ডারি, এলবিডাব্লিউ, রান, বোল্ড আউট, ক্যাচ এই শব্দ গুলো গ্রামের ছোট ছোট ছেলেদের কাছে খুব পরিচিত। যে শিশুর মুখে এখনো কথাই ফোটেনি সে শিশুটিও যেন শিখে নিচ্ছে এই সব শব্দগুচ্ছ।
নোয়াখালীর একটি নিভৃত গ্রাম কাঞ্চনপুর। একদিন পড়ন্ত বিকালে চলল দারুন হৈ চৈ, চিৎকার, উল্লাস। একদল ছোট্ট ছেলেমেয়ে খেলায় মত্ত। সেই অতি আলোচিত ক্রিকেট খেলা। একটি ইঁটকে খাড়া করে আরেকটি ইঁট দিয়ে বানিয়েছে স্ট্যাম্প। নারকেল গাছের ডাল কেটে ছেঁটে বানিয়েছে ব্যাট। পশম উঠা একটি টেনিস বল। ব্যাস, এগুলোই উপকরণ। লুঙ্গি কাছা মেরে ছোট রোগা ঠ্যাংঠ্যাঙ্গে এক ছেলে এক পাশ থেকে ছুঁড়ছে বল। অন্যদিকে ব্যাট করছে যে তার চতুর্দিকে ক্যাচ ধরার ভঙ্গি নিয়ে উপুড় হয়ে আছে কজন। ছক্কা, আউট, অথবা রান হলেই গগন ফাটানো ভীষন চিৎকার। ঝগড়াও লেগে যাচ্ছে মাঝে মধ্যে। আবার নিজেরাই মিটমাট করছে সে সব। এই খেলাতেই তারা মজা পাচ্ছে খু-উ-ব।
কে জানে এদের ভেতর থেকেই হয়ত একদিন সৃষ্টি হবে শচীন, আকরাম, রানাতুঙ্গা, ব্রায়ান লারার মত জগদ্বিখ্যাত কোন খেলোয়াড়।
মুক্তকন্ঠ
বুধবার, ১৪ অক্টোবর, ১৯৯৮
No comments:
Post a Comment