হাতকড়া
মাহমুদুল হক ফয়েজ
অবশেষে খুব রাত্রি বেলা
আমার ঘরের কড়া নেড়ে
দোর গোড়ায় এসে দাঁড়ালে।
কুয়াশায় জড়ানো একটা চকচকে
চাকু হাতে তুলে বল্লে,
এখন যাকে ইচ্ছে তুমি খুন করো।
আমি নির্দ্বিধায় নিকষ কালো নির্জীব
বেয়াড়া রাত্রিকে খুন করে
এই রক্তাক্ত সকালকে নিয়ে এলাম।
শতাব্দী
আমাকে হাতকড়া পরাও।
No comments:
Post a Comment