ইস্পাত নগরে রক্ত বৃষ্টি
মাহ্মুদুল হক ফয়েজ
পেন্ডুলামের মত ঝুলে আছে শরীর
তোমার পায়ের নীচে প্রাণহীন নগর,
দু’পায়ে মাড়াও বর্বর ইস্পাত সভ্যতা
মেঘের আড়ালে মেঘ, উড়াও মাংসের ভেলা।
ক’পশলা রক্ত ঝরালে তুমি অগুন্তি রক্ত কনা
নির্জীব অহংকারী রক্ত খেকো এ ইস্পাত নগরে।
তোমার শরীর থেকে ঝরছে রক্ত বৃষ্টি
থেতলানো মাংসপিন্ড স্যন্ডউইচের মত
ঝুলে আছে শুন্যে তাজা তকতকে ।
তোমার থেতলানো মাংস ড্রিপফ্রীজে সংরক্ষণ হবে
এ নগর তোমার মাংস কিমা করে রাখবে,
এ নগর তোমার হাড় দিয়ে ন্যাপকিন বানাবে
এ নগরে তোমার ঘাম দিয়ে সফ্ট ড্রিঙ্কস হবে
তোমার অশ্রু দিয়ে হবে সার্ক ফোয়ারা।
শূন্যে ঝুলে তুমি দেখ ঐ প্রাণ
দূর দিগন্তে তোমার ছায়া ছায়া গ্রাম
বিছানো শষ্য ক্ষেত শীতল জলধারা
হাতছানী দেয় সোঁদা গন্ধমাখা সবুজ।
ঘৃনা ও থুথুতে ভাসাও নিষ্প্রাণ নির্জীব ইস্পাত নগর
যতই আলো জ্বলে তাতে, ততই আঁধার তার বদ্ধ কবর ।
(রেঙ্কস ভবনে শূন্যে ঝুলে থাকা শ্রমিকের লাশের ছবি দেখে)
No comments:
Post a Comment